Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

  • রপ্তানি অধিশাখা-2

    • রপ্তানি শাখা-৫

      • ক)  সার্কভুক্ত দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত কার্যাদি গ্রহণ ও বাস্তবায়ন; 

        খ)  এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের ঢাকাস্থ বাণিজ্য মিশন ও বাণিজ্যিক অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে বাণিজ্য সম্প্রসারণ সম্পর্কিত কার্যক্রম;

        গ)  এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে বাণিজ্য সংক্রান্ত তথ্য উপাত্ত বিভিন্ন উৎস থেকে সংগ্রহ ও হালনাগাদকরণ;

        ঘ)  সার্ক দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের যৌথ অর্থনৈতিক কমিশন/যৌথ কমিটি/যৌথ বাণিজ্য কমিশনের সভাসহ বাণিজ্য পর্যালোচনার জন্য আনুষঙ্গিক কার্যাদি;  

        ঙ)  সার্ক দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে বাণিজ্য সম্পর্কিত বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভার ব্যবস্থাকরণ;

        চ)  সার্ক দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে উদ্ভূত জটিলতা নিরসনে পদক্ষেপ গ্রহণ;

        ছ)  সার্ক দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ ও বিদেশী প্রতিনিধি দলের বাংলাদেশে আগমনের কার্যাদি সম্পন্ন করণ;

        জ)  সার্ক দেশসমূহ ব্যতীত এশিয়া ও আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ;

        ঝ) রপ্তানি ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি (যেমন TIFA)

        ঞ)  শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম

        ট)  শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম;

        ঠ)  উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি।

    • রপ্তানি শাখা-৬

      • ক) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কার্যক্রম গ্রহণ;

        খ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন, পর্যালোচনা ও বাস্তবায়ন;

        গ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে বাণিজ্য সংক্রান্ত তথ্য উপাত্ত বিভিন্ন উৎস থেকে সংগ্রহ ও হালনাগাদকরণ;

        ঘ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের যৌথ অর্থনৈতিক কমিশন/যৌথ কমিটি/যৌথ বাণিজ্য কমিশনের সভাসহ বাণিজ্য পর্যালোচনার জন্য আনুষঙ্গিক কার্যাদি;

        ঙ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে বাণিজ্য সম্পর্কিত বিষয়ে আন্ত: মন্ত্রণালয় সভার ব্যবস্থাকরণ;

        চ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে উদ্ভূত জটিলতা নিরসনে পদক্ষেপ গ্রহণ;

        ছ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ ও বিদেশী প্রতিনিধি দলের বাংলাদেশে আগমনের কার্যাদি সম্পন্ন করণ;

        জ) ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত সকল দেশসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ;

        ঝ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম;

        ঞ) শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম;

         ট)  উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি;

    • রপ্তানি শাখা-৭

      • ক)  বিজনেস প্রমোশন কাউন্সিল সংক্রান্ত কার্যাবলি (প্রশাসনিক ব্যতীত);

        খ) ওয়ার্ল্ড এক্সপোসহ বিদেশে আয়োজিতব্য বাণিজ্য মেলা/এক্সিবিশন/এক্সপো/শোকেস আয়োজন ও অংশ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;

         গ) বিদেশে অনুষ্ঠেয় মেলা /এক্সিবিশন /এক্সপো /শোকেস ইত্যাদিতে বাংলাদেশ সরকারের পক্ষে অংশগ্রহণকারীদের  /প্রতিনিধিদের মনোনয়ন চূড়ান্তকরণ ও জি.ও জারির জন্য সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;

        ঘ) দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান কর্তৃক আন্তর্জাতিক ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় স্থানীয় বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি সংশ্লিষ্ট কার্যক্রম;

        ঙ)  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংশ্লিষ্ট কার্যক্রম;

        চ) প্রতি বছরে বিভিন্ন বিভাগ এবং জেলা শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার প্রণয়ন;

        ছ) বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ পরবর্তী প্রতিবেদন পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

        জ) বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্যের একক মেলা আয়োজন আন্তর্জাতিক মেলায় যোগদানের ক্ষেত্রে রপ্তানিকারকদের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যাদি;

        ঝ) বাংলাদেশ ট্রেড পোর্টাল সংক্রান্ত রপ্তানি অনুবিভাগের কার্যাবলি সমন্বয় ও ওয়েবসাইট হালনাগাদকরণ;

        ঞ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় /মন্ত্রিপরিষদ বিভাগ /অন্যান্য মন্ত্রণালয় /বিভাগ সংশ্লিষ্ট কার্যক্রম;

        ট)  শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম;

        ঠ)  উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলি।  

    • রপ্তানি শাখা-৮

      • ক) তৈরী পোশাক শিল্পের সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাবনা ও ভবিষৎ পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী;

        খ) তৈরী পোশাক খাত সংশ্লিষ্ট পরিসংখ্যান সংক্রান্ত কার্যাবলী;

        গ) তৈরী পোশাক কারখানার বিরুদ্ধে অভিযোগ নিরসন সংক্রান্ত কার্যাবলি;

        ঘ) তৈরী পোশাক কারখানা পরিদর্শন সংক্রান্ত কার্যাবলি;

        ঙ) তৈরী পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ নিরসন সংক্রান্ত কার্যাবলি;

        চ) গার্মেন্টস শিল্প পার্ক স্থাপন সংক্রান্ত কার্যাবলি;

        ছ) তৈরী পোশাক সংশ্লিষ্ট বেপজা ও বেজা সংক্রান্ত কার্যাবলি;

        জ) কটন ওয়েস্ট/ঝুট ওয়েস্ট সংক্রান্ত কার্যাবলি;

        ঝ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় /মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনামতে শাখা সংশ্লিষ্ট কার্যাদি;

        ঞ) শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম;

        ট) উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন;

    • রপ্তানি শাখা- ৯

      • ক) তৈরি পোশাক খাত ব্যাতিত অন্যান্য রপ্তানি পণ্য ও সেবা খাতের কম্প্লায়েন্স মনিটরিং, ব্যবসা সহজীকরণ ও সম্প্রসারণ, পরিসংখ্যান, জিএসপি, অভিযোগ নিরসন, কারখানা/স্থাপনা পরিদর্শন সংক্রান্ত কার্যাবলি;

        খ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় /মন্ত্রিপরিষদবিভাগের নির্দেশনামতে শাখা সংশ্লিষ্ট কার্যাদি;

        গ) শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম;

        ঘ)   উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলি। 

    • রপ্তানি শাখা-১০

      • ক) সেবা খাতে কম্প্লায়েন্স মনিটরিং সংক্রান্ত কার্যাবলি;

        খ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলি প্রেরণ;

        গ) প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনামতে শাখা সংশ্লিষ্ট কার্যাদি;

        ঘ) কমার্শিয়াল ডকুমেন্টস সত্যায়ন/ প্রতিসত্যায়ন সংক্রান্ত;

        ঙ) ঘূর্ণায়মান তহবিলের মেয়াদি আমানত পরিচালনা ও তৈরী পোশাক শিল্পের শ্রমিক/কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলি;

        চ) শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম;

        ছ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য কার্যাবলি।